পিউ এবং সৌরাংশু
চিনে মাটির খেলাঘর
ছবিঃ পিউ , লেখনীঃ সৌরাংশু
(১)
মিডিয়ামঃ হ্যান্ডমেড পেপারে এমবসড, জলরং ও আগুনের দাগ
ডানা মেলার অনেক রকম বিপদ রয়েছে। বিস্কুট চায়ের মধ্যে ডুবিয়ে বসে থাকারও। জলে ডুবে মৃত্যু হলে ঘরে ঢুকতে দেবে না যে বলেছিল আজ সে যে কোথায় ডুব দিয়েছে কেউ জানে না।
আগুনের মধ্যে একরকম সোঁদা গন্ধ থাকে। ভিজে যাবার, ঘামেও হতে পারে অথবা কেরোসিন। মাটির মধ্যে যে আগুনের গল্প থাকে তার মধ্যে রক্তের অনুচ্ছেদ থাকে বেশ কিছু। শেষে যখন সবকিছু ছাই হয়ে যায়, তখনও দেখা যায় জীবন কীভাবে যেন ডানা মেলতে শুরু করে দিয়েছে।
গাছেরা জন্ম থেকেই উড়তে চায়, তাই পাতার পর পাতা মেলতে থাকে, শেষে ফুল হয়ে প্রজাপতির মতো ভেসে যায়। এক হাজার ফুলের মধ্যে একটা প্রজাপতি নিজের স্বপ্ন নিয়ে ঘুমিয়ে থাকে।
পাহাড় ঘুমিয়ে থাকে সমুদ্র গর্জন থেকে দূরে। দেবালয় ঘুমিয়ে থাকে মানুষের কান্না থেকে দূরে। ঘাসেরা ঘুমিয়ে থাকে কংক্রিট জঙ্গল থেকে দূরে। আর আমি, এই অদ্ভুত অসংলগ্ন সময়ে ঘুমিয়ে থাকি যদি ঘুম থেকে উঠে সময়টাকে বেশ কিছুটা পালটে ফেলতে পারি, এই অপেক্ষায়...।।
(২)
মিডিয়ামঃ হ্যান্ডমেড পেপারে এমবসড এবং লেয়ারিং টেকনিক, জলরং
ভরা বর্ষায় সিন্দুরী সৌন্দর্য্য আঙিনায় নৌকা চালায়। যখন আঙিনার জল বেয়ে পথে, খানা খন্দ বিল হয়ে নদীতে মেশে, আমি কাছনদীতে ঠোঁট পর্যন্ত ডুবিয়ে নতুন জলের স্বাদ গ্রহণ করি। ঢেউয়ের ঝাপ্টায় ঠোঁট ফেটে গেলে একরকম নোনতা স্বাদ চারিয়ে যায় মুখে মুখে। চোখের জলের স্বাদে নুন, রক্তের নুন আর নমকহালালির নুন মিলে মিশে একাকার।
এই সব লাবডুবি মুহূর্তে আমার স্বপ্ন স্বপ্ন মনে হয়। ঝাপ্সা হয়ে আসা আকাশ আর রক্তের জিভ মিশে সবুজগুলো কেমন যেন লালচে ফটিকের মতো হয়ে যায়। লাল, ভালোবাসার যেমন করে চুঁইয়ে চুঁইয়ে চোরা মরুভূমিতে প্লাবন আনে, ধূসর আকাশের রঙ সেভাবেই যেন হৃদয় তোলপাড় করে সাদা সাদা চিকণ কণার জলে ঢেউ তোলে লালের।
মানুষের কত কত সর্বনাশের গল্প মিশে থাকে বর্ষায়। রঙ দিয়ে যদি তাদের চেনা যেত, তাহলে রঙ দিয়ে সম্পর্ক গঠন করা যেত। বন্ধুত্বের রঙ, শত্রুতার সবুজ অথবা, নীলিমার নীল। সব কিছুকেই বর্ণান্ধের স্বপ্নের মতো একভাবে মিশিয়ে দেওয়া যেত।
ভরা বর্ষায় যখন সোনালী রোদ নিজেকে খুঁজতে গিয়ে হারিয়ে যায় তখন হৃদয়ের রঙ দিয়ে সে জলছবি আঁকে। এক ফোঁটা রঙ তার চলকে গিয়ে ওদিক পানে চলে গেল, বহুকাল ধরে ভোরের আলো পৌঁছয় নি যেখানে। প্রথম আলোর মতোই প্রথম রঙেই তাই আশার গল্প খুঁজতে আবার ঝাঁপিয়ে পড়ি কাছ নদী ছেড়ে, কূলের আহ্বান ছেড়ে মাঝদরিয়ার ডাকে।
ছবি ও কবিতা একে অপরের আত্মন্ হয়ে উঠেছে।
ReplyDelete❤
ধন্যবাদ
Delete