সুবীর সরকার
দেশ
১৫/০৯/২০২০
সারা রাত বৃষ্টির ভেতর তরজা গান শুনেছি
অসুখের প্রতিশব্দ ভেঙে যাওয়া স্বপ্ন
লিপিড প্রোফাইল রিপোর্ট থেকে বেরিয়ে
আসছে সারি সারি পিঁপড়ে
জ্বরের কি কোন পূর্বাভাস থাকে!
সর্দি ও কাশি জড়ানো জীবন
সামান্য আগুন চাইছি আর দূরেই থাকছে
যোদ্ধাদের মনখারাপ নেই।
অতিশয় ছোট পাখিদের অপমৃত্যু
স্বপ্নের ভেতর ঘোড়াদের আদর করি।
আর থই থই আস্তাবল।রক্তচাপ নিয়ে বসে
প্রতিবেদন
ঘোরানো সিড়ির নিচ থেকে নিরবতা উঠে এলে
আর তো সেভাবে কিছুই করার থাকে না
শুধু ভাঁজ খুলে যাওয়া রুমাল
ছায়া খুঁজে নিতে থাকা বেড়াল
প্রিয় শব্দের তালিকায় যুক্ত হতে থাকে
গুনগুন
সাজিয়ে রাখা পালকি ও ভাঙা রাজবাড়ি
নিয়ে যে প্রতিবেদন লিখবার কথা
ছিল,সেটা আর লেখা
হয় না।
গোল শহরের সাইডলাইনে আমি
সানগ্লাস পরা রেফারি
সূর্যাস্ত ও পাখিদের মাঝখানে দাঁড়িয়ে দেখি
গরম ভাত থেকে ধোয়া
উঠছে।
শিকার
প্রতিবার শিকারের আগে একজন তান্ত্রিক দেখা
করতে আসেন
বলখেলার মাঠ নিয়ে আমাদের কথা হয়
ম্যাজিশিয়ান কে ফোন করে চলে আসতে বলি
এই নয় নদী ছয় ফরেস্টের দেশে
দীঘির জলে হাঁস।
বাদাম কাঠের নৌকো।
আমি,ম্যাজিশিয়ান ও তান্ত্রিক ভাদ্রের মাঠের
কিনারে এসে দাঁড়াই
আর প্রতিবার শিকারের আগে সরু চালের
ভাত
প্রতিবেদন কবিতাটি খুব ভালো লাগলো। কবিকে শ্রদ্ধা জানাই
ReplyDelete