অঞ্জলি সেনগুপ্ত
যাত্রাপথ
মানুষের মিছিলে শব গন্ধ
ভাঙছে মন শত রন্ধে
ভেবেছিলাম এইবেলা নিঃশব্দে হেঁটে পার হব বৈতরণী ।
নির্জন গোপন পথ ধরে যাত্রীর নিত্য আসা যাওয়া
আলোছায়া ছানাদের ভিড় ,
কথামুখের আর্গল এঁটে শূণ্যতায় মুখ ধুইয়ে যাই ।
আজ কিছু বলার নাইকো,
জুমখেতের জুমকথা কাঁথারোদ মুড়ে আঁতুর গন্ধে মেলে দিয়েছে মালতীবিকেল ।
সেই থেকে অজাগর অন্ধকারের মৌণ অমাবস্যায় নিত্য সাধন মাতৃ আরাধনে ।
নাহ্ তবিলদারি মিলে নি আজও ।
শূণ্যতার বুকে বেজে চলে নীরব রোদন ।
Post a Comment