DEHLIJ

চঞ্চল ভট্টাচার্য

 রৌদ্রজ্বল দিনের শেষে 

 


 

হঠাৎ এসে জুটেছে বৃষ্টির ছোঁয়া,
ক্লেদাক্ত শীতের আঁচড় 
রেখাপাত করে যাচ্ছে শরীরে, মনে।
আরাবল্লীর দেশে দিনাতিপাত
গল্প হয়ে উঠেছে আবার।
মনে হয়, চলে গিয়েও রয়ে গেছে
অবশেষ,  যতিচিহ্ন বহন করে 
থেমে যাওয়া বছরের স্মৃতি।
যদিও বাস্তববাদী, তবুও 
মাঝেমধ্যে স্বপ্ন তো দেখেই ফেলি! 
প্রতিষেধকের কথা ভেবে ভেবে
তাইতো আবারও লিখে ফেলি 
নতুন কবিতা, নতুন ভোরের 
সুগন্ধে মাখা নতুন কথামালা 
যাপনে মাখানো থাকে 
আশাবাদ, নতুন দিনের অঙ্গীকার।। 

No comments

FACEBOOK COMMENT