দিলীপ ফৌজদার
শূন্যকাল
সময়ের অনেক ভেতরে পৌঁছে গেলে তখন আর তার ভালমন্দ নেই
কাল কোন শূন্যতায় টলোমলো
কাল কোন কালের শিকার?
কাল এর কোন বিকল্প হয় না
শূন্যকাল কথাটা শুনতে ভাল লাগে বলেই কবিরা
অতি সহজেই তার উপস্থাপনা
করে ফ্যালে
কেউ তলিয়ে দ্যাখে না
কাল কোন শূন্যতায় টলোমলো
কাল কোন কালের শিকার?
কাল এর কোন বিকল্প হয় না
প্রকৃত শূন্যতাকে না দেখলে
শূন্যকালও দেখা দেবে
তারই বা কোথায় কোন
সম্ভাবনা!শূন্য একটা গাণিতিক সংকেত
কাল ও
কালের প্রসার, সম্প্রসারণ সবই আছে
সেদিক দিয়ে শূন্য
অনেক নীরব ও মৃত্যুসুলভ তীব্র
এই দুটো গাণিতিক চিহ্নের মধ্যে
যোগ, বিয়োগ, গুণ, ভাগ সকলি সম্ভব।
যোগ বিয়োগে কাল থাকে
শূন্য বিলীন
শূন্য কে কাল দিয়ে গুণ করলে ফলাফল হয় শূন্য
এই শূন্য ই
শূন্য কাল
আর কাল কে শূন্য দিয়ে ভাগ করলে
অনন্ত
তুমি আমি সকলেই এই
অনন্ত কালে ডুবে যাই
বিলীন
অন্তহীন
Post a Comment