DEHLIJ

মানিক বৈরাগী

পাঁচটি কবিতা

 



ক্ষমতার আদর্শ ব্যাপারিরা শুনো


 
ও হে রাষ্ট্র
রাষ্ট্র ও সরকার কর্তাগণ তোমাদের বলছি
রাষ্ট্র ও সরকারের লোকদেখানো সেবাদাস
তোমরা মুলত ঈশ্বরের একধাপ নিম্ন মহাতাপ
আকাশ সম সিড়ি স্বপ্ন পরিকল্পনা আর দেখাইওনা
শুনাইওনা বিগত স্বপ্ন বিলাসিতার তেজারতি আর।
ও রাষ্ট্র
তুমি আমার স্বপ্ন জড়ানো চাঁদের বুড়ী দাদিমা
ও হে স্বদেশ
আমি তোমার রক্তস্নাত জরায়ু ছেড়া সন্তান
সেই সব দৈত্বদানু রাক্ষসখোক্কসের গল্প শুনাইয়ো না
হে স্বদেশ মাতা রাষ্ট্র কর্তাদেবী
ওসব বিগত অনাগত স্বপ্ন বিলাসিতার কল্পকথায় বিশ্বাসী
স্বপ্নবিভোর সন্তানেরা আজ ম্যাজিক লাইন পার করেছে
স্বপ্ন বিলাসি কল্প পরিকল্পনার অলিক স্বপ্ন সাধন করতে করতে
মা তোমার সেই সব সন্তানেরা আজ ক্ষুধা জ্বরায় উদ্ভ্রান্ত উম্মাদ
নাগিনীর খুনচোখা সন্তান তাদের সিপাহি বর্কন্দাজের ভিড়ে
আজ তারা স্বেচ্ছা ফেরারি, বেদুইন, নির্বাসিত যাযাবর
বিজয় স্বপ্ন-সবুজ মাঠে খোঁজে পাবে না তাদের ছায়া।।

বন্দনা



কখনো দেবী হয় সরস্বতী
কখনো দেবী হয় মাদুর্গা
কখনো দেবী হয় অন্নপূর্ণা
কখনো দেবী হয় সবিতা
কখনো দেবী হয় মনসা
দেবীর চরণে করো বিসর্জন তোমার স্বকীয়তা
দেবী পূজারির সমর্পণে শান্ত স্নিগ্ধ হয় অপরূপা
সর্বগুণান্বিতা নারীই হয় সর্বরূপের দেবীর দৈবত্ব
পূজারীর অর্ঘ্যদানে দেবী যদি হোন তুষ্ট

তবেই
দেবী কে ঘিরেই সুখ শান্তি সমৃদ্ধি
দেবী কে  ঘিরেই সম্মান জস খ্যাতি।


এসো গোলাপ চাষ করি


তোমাদের বুকের কলিজা পোড়া গন্ধ মেখে
আমি প্রায় আড্ডা দি অপ্সরাদের সাথে
মাঝে মাঝে আহ্লাদি ছবিবাজি করি
মুখবইয়ে প্রচ্ছদ করে আকাশে উড়াই
সেই  ছবি  খুব রেগে মেগে হুড়োহুড়ি করে সংগ্রহ করো তোমরা
আমারো বেশ লাগে,উপভোগ করি আবেশে।

বিদ্ধেষ ঈর্ষা  যদি ইতিবাচক হতো
তোমরা পাবলো নেরোদা কে হার মানাতে
চলুক না আমাদের কাব্যঈর্ষা প্রেমসঙ্গ

আমার কাব্যঈর্ষা প্রেমঈর্ষা  বেশ পছন্দ
কিন্তু তোমরা হিংসা ছড়াও প্রেমিক না হয়ে
কিতাবে হারামি খাসলত করেছে বারণ।

এসো
ধরণীর মঙ্গলার্থে
রিরঙসার বারুদ না জ্বালিয়ে
ফুল পাখি গোলাপে চাষ করি
জয় হোক যুতবদ্ধ  মানুষের।

মেঘ পুরুষ


গোলাপ রাঙা মেঘের তলে অপ্সরী হাওয়া
কাকতালীয় সন্ধ্যায় ভূতুড়ে আলোয় একা
তুষার  ঢাকা গলির মোড়ে  প্রতীক্ষার ধূসরতায়
জীবন খুঁজি

একটু পর জোসনা আসবে,তুষার  আর জোছনার বিবর্ণ বিকীরন
দেখে দেখে ঝিমুয় চোখ,ঝিমোতে ঝিমোতে বাঁক নেয় মানবিক নদী
হায় গোলাপ রাঙা মেঘ বহুক্ষণ আড়ালে ছিলাম
বাবু কাকার আড়তে ভীড় বাড়ছে,ঝামেলা করা যাবেনা
কার্তিকের ইলশা মেঘ ছুঁয়ে আদিনাথ  মালেকশাহ দরবার।
আমিই মেঘপুরুষ হিমালয় তলে বিজয় চুড়ায় অধিবাস।


বাঙালি নারীবাদ ও সিম্যূন দ্যা বেভেয়ার



সন্ধ্যার ক্যাফে বসে অথবা  শীততাপ নিয়ন্ত্রিত
সম্মেলন কক্ষে গোলটেবিলে
কথার খৈ ফুটে মেদবহুল রমণীর ঠোঁটে।

সুরার পেয়ালা নেচে ওঠে সাকির সুরে
আদিবাসী মনবন জেগে ওঠে সাংগ্রেইংয়ে
জোসনা রাতে আহত ম্যান্ডোলিনে সুর তুলে নীলকণ্ঠের কবি
পূর্বরাতে মেঘের সুরভি মেখে বৃষ্টিরেণু মুঠোপুরে
বজ্রপাতের উৎস খুঁজি
কবিতার খেরোখাতায় বিগত প্রেমিকারা নারী না মানুষ?
বৃষ্টি ভেজা বুকে ভদকার উষ্ণতায় মস্তিষ্কের অনুরণনে
সিমুন দ্যা বেভেয়ার সুখছবি আঁকি।

No comments

FACEBOOK COMMENT