DEHLIJ

বেবী সাউ

চাঁদের অপর পিঠে...

 

 বেবী সাউ 

 
১. 
আজ বহুদিন পর সন্ধের আকাশে চাঁদ দেখা দিল 

চোখের ভেতরে তার রক্তবমি
দিগন্ত ছুঁয়েছে সেও সূর্যাস্ত আলোকে 
ক্রমাগত ভুল সেই পথ, ছুটে যাওয়া যায় এমন গঠন তার 

দেহাতি বুকের মধ্যে ফুটে ফুটে ওঠে নখের আঁচড় 
লোভ হয়; লালসায় নেচে ওঠে আমাদের দেশ, জাতি...

চাঁদটিও জেনে যায় ততক্ষণে 
এ দেশ আসলে যোনি লোভী 
যার কোনও মা নেই ;বোন নেই...


২. 
চাঁদের দেহের খাঁজে মেঘ ঘুরেফিরে 

জলের শরীর জানে কীভাবে কখন নোনাজল দিতে হয় আঘাতের স্থানে 
পাওয়া নেই; চাওয়া নেই 

কঠিন কঠোর এই চারণের ভূমি
প্রসঙ্গ ভুলিয়ে বলে লেনদেন বোঝো; খিদে বোঝো 

আগুনের কাছে বসে চাঁদের শরীর, দু'পা বাড়িয়ে বলে, ' অবসর, ভাত রাঁধি, বসো...' 

৩. 
রাষ্ট্রটিও বোঝে, নরম মাংসের দাম বেড়ে গেছে 

প্রয়োজন ঠিকঠাক ঠিকানায় যাওয়া 
দরদাম জেনো... 

যেভাবে চাঁদের দিকে লোভাতুর  জনগণ চেয়ে থাকে 
শাড়ির প্রতিটি খাঁজ মেপে নেয় ধর্ম ও জাতি 

এ দেশ প্রকৃত আঁধার, আকাশে চাঁদ নেই কোনও 
শুনশান মাঠে সেই পড়ে আছে চাঁদের নরম মৃতদেহ...

No comments

FACEBOOK COMMENT